কে কবে কেনো কলকাতার নাম আলিনগর রাখেন?
1756 খ্রিস্টাব্দে বাংলার নবাব সিরাজ-উদ-দৌল্লা ইংরেজ বণিকদের উদ্ধত্যে ক্ষুদ্ধ হয়ে কলকাতা দখল করে তার নাম রাখেন আলিনগর। 1756 খ্রিস্টাব্দে বাংলার নবাব আলীবর্দী খাঁ অপুত্রক অবস্থায় মারা যান। ফলে দৌহিত্র সিরাজ নবাব হন। মাতামহ আলিবর্দীর নাম স্মরণীয় করে রাখার জন্য সিরাজ কলকাতার নাম রাখেন আলিনগর।