কোন বন্দর থেকে হরপ্পা সভ্যতার বাণিজ্য চালিত হত। এটি কোথায় অবস্থিত?
কোন বন্দর থেকে হরপ্পা সভ্যতার বাণিজ্য চালিত হত। এটি কোথায় অবস্থিত?
ভারতের প্রাচীনতম বন্দরের নাম লোথাল। এই বন্দরের মাধ্যমে হরপ্পা সভ্যতার বাণিজ্য চালিত হত। এখানে একটি প্রকাণ্ড জাহাজঘাটা,জাহাজ রাখার উপযোগী জায়গা,পাথরের নোঙর স্থান আবিষ্কৃত হয়েছে।লোথাল থেকে একটি পোড়া মাটির জাহাজের মডেল আবিষ্কৃত হয়েছে। বর্তমান ভারতবর্ষের গুজরাটের সবরমতী নদীর উপনদী ভোগাবর নদীর তীরে লোথাল অবস্থিত। এটি একটি পোতাশ্রয়ও বটে।