সিন্ধু সভ্যতার মানুষদের অন্তোষ্টিক্রিয়া সম্পর্কে কি জানো?
সিন্ধু সভ্যতার মানুষদের অন্তোষ্টিক্রিয়া সম্পর্কে কি জানো?
সিন্ধু সভ্যতায় মানুষের অন্তোষ্টিক্রিয়া প্রধানত সমাধি প্রথায় করা হতো।
(i) মৃতদেহের সাথে তার ব্যবহার্য সামগ্রী কবরস্থ করা হতো- যাকে পূর্ণ কবর বলা হয়।
(ii) দ্বিতীয় পদ্ধতিতে শুধুমাত্র মৃতদেহটিকে কবরস্থ করা হতো- যা আংশিক কবর নামে পরিচিত। আর
(iii) মৃতদেহ ভস্মীভূত করে সেই ভস্ম একটি পাত্রে ভরে পাত্রটিকে কবরস্থ করা হতো- একে পাত্র সমাধি বলে। এই কবর ব্যবস্থা সিন্ধুবাসীদের শ্রেণীবৈষম্যের ইঙ্গিত দেয়।