হরপ্পা সভ্যতার শ্রেণীবৈষম্যের পরিচয়/দৃষ্টান্ত দাও?
হরপ্পা সভ্যতার শ্রেণীবৈষম্যের পরিচয়/দৃষ্টান্ত –
প্রাগৈতিহাসিক হরপ্পা সভ্যতার সমাজে শ্রেণীবৈষম্যের লক্ষণ দেখা যায়। এর প্রমাণ হিসেবে বলা যায়- 1. হরপ্পার নগরাঞ্চলের সিটাডেল বা উঁচু দুর্গ এলাকায় পাকা বাড়িতে ধনী ব্যক্তিদের বসতি এবং নিচু এলাকায় ছোট ছোট কুঠুরিতে নিম্নশ্রেণির শ্রমজীবীদের বসতি। 2. হরপ্পা বাসীদের অন্ত্যোষ্টিক্রিয়ার তারতম্যও শ্রেণীবৈষম্যের আর একটি প্রমাণ।যেখানে অলংকার যুক্ত পূর্ন সমাধি ও সাধারণ মৃতদেহের সমাধির দেখা মেলে।