মিরকাশিম বাংলায় ব্যক্তিগত বাণিজ্যের উপর থেকে কর তুলে দিয়েছিলেন কেন?
নবাব মিরকাশিম বাংলায় ব্যক্তিগত বাণিজ্যের উপর কর বা শুল্ক তুলে দিয়েছিলেন কারন-
কোম্পানির কর্মচারীরা দস্তকের অপব্যবহার করে নিঃশুল্কে ব্যক্তিগত বাণিজ্যের ক্ষেত্রে সুবিধা ভোগ করেছিল। এতে একদিকে নবাব যেমন তার প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত হয় অন্যদিকে দেশীয় বণিকরাও এক অসম প্রতিযোগিতার সম্মুখীন হয়। মিরকাশিম যখন ইংরেজ কোম্পানির ব্যক্তিগত বাণিজ্য বন্ধ করতে পারলেন না,তখন 1763 খ্রিস্টাব্দে দেশীয় বণিকদের স্বার্থে তিনি তাদের ওপর থেকে আভ্যন্তরীণ শুল্ক তুলে নেন।