বৈদিক সভ্যতার ইতিহাস
সিন্ধু সভ্যতা সম্বন্ধীয় প্রশ্ন ও উত্তর | প্রাচীন ভারতের ইতিহাস জিকে প্রশ্ন |
200 টি সেরা ইতিহাস জিকে | আধুনিক ভারতের ইতিহাস পার্ট ২ |
1.প্রথম কোন ইউরোপিয়ান ঐতিহাসিক বলেন যে আর্যরা ছিল একটি নিদির্ষ্ট জাতি?
A. William Jones
B. H.H Wilson
C. Max Muller
D. General Cunningham
2.বৈদিক আর্যদের প্রধান খাবার ছিল?
A. বার্লি ও ধান
B. দুধ ও দুধ থেকে উৎপন্ন খাবার
C. ধান ও ডাল
D. শাকসবজি ও ফল
3. কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন ধরে হয়েছিল?
A. ১৪ দিন
B. ১৯ দিন
C. ১৮ দিন
D. ২০ দিন
4. পাটলীপুত্রকে প্রথম রাজধানী করেন কোন সম্রাট?
A. অশোক
B. উজ্জ্বয়িনী
C. চন্দ্রগুপ্ত মৌর্য
D. প্রথম চন্দ্রগুপ্ত
5. বৈদিক যুগে আর্যদের সঠিক জীবন প্রণালী ছিল কোনটি?
A. গার্হস্থ্য-বান্প্রস্থ্য- সন্ন্যাস-ব্রম্মচর্য
B. গার্হস্থ্য-বান্প্রস্থ্য-ব্রম্মচর্য-সন্ন্যাস
C. গার্হস্থ্য-ব্রম্মচর্য-বান্প্রস্থ্য-সন্ন্যাস
D. ব্রম্মচর্য-গার্হস্থ্য-বান্প্রস্থ্য- সন্ন্যাস
6. সংস্কৃত গ্রামার (ব্যাকরণ) কে রচনা করেছিলেন?
A. কালিদাস
B. পানিনি
C. চারক
D. আর্যভট্ট
7. ঋগবেদে নিচের কোন নদীটির কোন উল্লেখ নেই?
A. সিন্ধু
B. সরস্বতী
C. যমুনা
D. পেরিয়ার
8.শ্রীমদ্ভগবতগীতা প্রথম কোন ভাষায় রচিত হয়?
A. প্রাকৃত
B. হিন্দি
C. সংস্কৃত
D. পালি