কে কবে বাংলার দস্তক প্রথার অবসান করেন?
বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে বাংলায় দস্তক প্রথার অবসান ঘটিয়ে ছিলেন। দস্তক প্রথার অবসানের ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের বিনাশুল্কে ব্যক্তিগত বহির্বাণিজ্য এবং অন্তর্বাণিজ্য করার সুযোগের অবসান হয়। ভারতীয় ও ইউরোপীয় সকল বণিককে আড়াই (2½) শতাংশ হারে শুল্ক দিয়ে বাণিজ্য করার নিয়ম চালু হয়।