বিভিন্ন ক্ষেত্রে প্রথম বাঙালি (পুরুষ)
- নিন্মের কোন বাঙালি বহু ভাষাবিদ হিসেবে পরিচিত?
(A) কিশোর ভট্টাচার্য
(B) হরিনাথ দে
(C) হরনাথ চক্রবর্তী
(D) শীলভদ্র
- প্রথম কোন বাঙালি ভারতের স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছিলেন?
(A) ক্ষুদিরাম বসু
(B) বিনয় গুপ্ত
(C) মঙ্গল পান্ডে
(D) দীনেশ দাস
- প্রথম কোন বাঙালি নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে নিয়োজিত হন?
(A) অতীশ দীপঙ্কর
(B) নারায়ণ বন্দ্যোপাধ্যায়
(C) শীলভদ্র
(D) দ্বিজেন্দ্রোনাথ সিংহ
- প্রথম কোন বাঙালি গোটা পৃথিবী ভ্রমণ করেন?
(A) আকাশ সেন
(B) কিশোর ভট্টাচার্য
(C) দ্বিজেন্দ্রোনাথ সিংহ
(D) রামনাথ বিশ্বাস
- প্রথম বাঙালি সাংবাদিক কে ছিলেন?
(A) আকাশ সেন
(B) গঙ্গাকিশোর ভট্টাচার্য
(C) দ্বিজেন্দ্রোনাথ সিংহ
(D) অমৃতলাল বসু
- প্রথম কোন বাঙালি ভারতের বাইরে সনাতন (হিন্দু) ধর্ম প্রচার করেন?
(A) রামকৃষ্ণদেব
(B) সম্রাট অশোক
(C) স্বামী বিবেকানন্দ
(D) দীন দয়াল উপাধ্যায়
- প্রথম কোন বাঙালি বাংলা ভাষায় শর্ট হ্যান্ডের প্রবর্তন করেন?
(A) আকাশ সেন
(B) কিশোর ভট্টাচার্য
(C) দ্বিজেন্দ্রোনাথ সিংহ
(D) রামনাথ বিশ্বাস
- প্রথম কোন বাঙালি সর্বাধিক সময় মুখ্যমন্ত্রী ছিলেন?
(A) জ্যোতিবসু
(B) প্রফুল্লচন্দ্র রায়
(C) ডঃ বিধানচন্দ্র রায়
(D) বুদ্ধদেব ভট্টাচার্য
- প্রথম কোন বাঙালি কলকাতার মেয়র নির্বাচিত হন?
(A) ডঃ বিনোয়ভূষণ রায় চৌধুরী
(B) চিত্তরঞ্জন দাস
(C) শচীন ভট্টাচার্য
(D) নন্দলাল বসু
- প্রথম কোন বাঙালি আত্মজীবনী রচনা করেন?
(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) অবনীন্দ্রনাথ ঠাকুর
(C) শশীভূষণ ঠাকুর
(D) দেবেন্দ্রনাথ ঠাকুর