বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় (পুরুষ)
- প্রথম ভারতীয় প্রধানমন্ত্রীর নাম কি?
(A) মহাত্মা গান্ধী
(B) রাজীব গান্ধী
(C) জওহরলাল নেহেরু
(D) গুলজারীলাল নন্দা
- প্রথম ভারতীয় উপরাষ্ট্রপতির নাম কি?
(A) ডঃ রাজেন্দ্রপ্রসাদ
(B) সর্বপল্লী রাধাকৃষ্ণন
(C) ডঃ জাকির নায়েক
(D) সুচেতা কৃপালিনী
- প্রথম কোন ভারতীয় নোবেল পুরস্কার পান?
(A) সত্যজিৎ রায়
(B) রবীন্দ্রনাথ ঠাকুর
(C) জগদীশ চন্দ্র বসু
(D) ডঃ হরগোবিন্দ খোরানা
- প্রথম কোন ভারতীয় বিলেত যাত্রী ছিলেন?
(A) বাবা সাহেব আম্বেদকর
(B) রাজা রামমোহন রায়
(C) শশীভূষণ মুখোপাধ্যায়
(D) মাইকেল মধুসূদন দত্ত
- প্রথম কোন ভারতীয় বি.এ.ডিগ্রি লাভ করেন?
(A) যদুনাথ বসু
(B) বিশ্বনাথ পিল্লাই ও দামোদর পিল্লাই
(C) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(D) উপরের সবাই
- প্রথম কোন ভারতীয় হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন?
(A) রমেশচন্দ্র মিত্র
(B) সতীশচন্দ্র ধারা
(C) মৃনাল সেন
(D) বিজয়লক্ষ্মী পন্ডিত
- প্রথম কোন ভারতীয় অস্কার পান?
(A) মৃনাল সেন
(B) সত্যগোপাল রায়
(C) অমৃত কাউর
(D) সত্যজিৎ রায়
- প্রথম ভারতীয় গভর্নরের নাম কি?
(A) সত্যপাল
(B) সত্যেন্দ্র প্রসন্ন সিংহ
(C) ডঃ রাজেন্দ্রপ্রসাদ
(D) সুরেন্দ্রনাথ সেন
- প্রথম ভারতীয় বড়োলাটের নাম কি?
(A) সুরেন্দ্রনাথ সেন
(B) ডঃ রাজেন্দ্রপ্রসাদ
(C) চক্রবর্তী রাজাগোপালাচারী
(D) উমেশচন্দ্র ব্যানার্জি
- ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতির নাম কি?
(A) দাদাভাই নৌরোজি
(B) বদরুদ্দীন তায়েবজি
(C) জর্জ উইল
(D) উমেশচন্দ্র ব্যানার্জি