হরপ্পা সভ্যতার স্রষ্টা কারা?
হরপ্পা সভ্যতার স্রষ্টা কারা এই সমন্ধে মতভেদ আছে। মার্টিমার হুইলার মনে করেন যে, হরপ্পা সভ্যতা ছিল সুমেরীয়দের সৃষ্টি।আবার এই সভ্যতার স্রষ্টা হিসাবে আর্য জাতির কথাও অনেক ঐতিহাসিক বলেছেন। আর ফাদার হেরাসের মতে,দ্রাবিড়রা ছিল সিন্ধু সভ্যতার স্রষ্টা। সিন্ধু সভ্যতায় প্রাপ্ত নর কঙ্কালগুলির নৃতাত্ত্বিক পরীক্ষায় কয়েকটি মানবগোষ্ঠীর অস্তিত্ব (যথা প্রটো-অস্ট্রোলয়েড, মেডিটেরিয়ান,আলপিনয়েড এবং মঙ্গোলীয়) পাওয়া গেছে। তাই বিভিন্ন জাতির যৌথ প্রচেষ্টাতেই এই সভ্যতা গড়ে উঠেছিল বলে মনে করা হয়।
* ঐতিহাসিক ব্যাসাম এই সভ্যতাকে দেশজ ও সম্পূর্ণ ভারতীয় বলেছেন।