পলাশী যুদ্ধের গুরুত্ব/ফলাফল আলোচনা কর।
বাংলা তথা ভারতের ইতিহাসে পলাশী যুদ্ধের ফলাফল বা প্রভাব সুদূরপ্রসারী।
এই যুদ্ধের ফলে-
1. ইংরেজের অনুগ্রহে মীরজাফর সিংহাসনে বসে আর ইংরেজরা “সিংহাসনের পশ্চাতের শক্তি”- হিসেবে আত্মপ্রকাশ করে।
2. বাংলার ব্যবসা-বাণিজ্যে ইংরেজদের একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠিত হয়।
3.পলাশীর লুণ্ঠনের মধ্যদিয়ে বাংলার আর্থিক অবস্থা সঙ্গীন হয়ে পড়ে।
4. যদুনাথ সরকারের মতে পাশ্চাত্য সভ্যতার সংস্পর্শে ভারতে মধ্যযুগের অবসান ও আধুনিক যুগের সূচনা হয়।