ভারতের বৃহত্তম স্থান ও বস্তু
- জনসংখ্যার দিক দিয়ে ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য নিন্মের কোনটি?
(A) রাজস্থান
(B) মধ্যপ্রদেশে
(C) পশ্চিমবঙ্গ
(D) উত্তরপ্রদেশ
- আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি?
(A) রাজস্থান
(B) মধ্যপ্রদেশে
(C) পশ্চিমবঙ্গ
(D) উত্তরপ্রদেশ
- নিন্মের কোনটি ভারতের বৃহত্তম মসজিদ?
(A) গোল মসজিদ
(B) টিপুসুলতান মসজিদ
(C) জামি মসজিদ
(D) ফতহ-ই-সালাতিন মসজিদ (উত্তরপ্রদেশ)
- ভারতের প্রাচীনতম বৃহত্তম বন্দরের নাম কি?
(A) কোচিন বন্দর
(B) মুম্বাই বন্দর
(C) সুরাট বন্দর
(D) কলকাতা বন্দর
- নিন্মের কোনটি ভারতের বৃহত্তম মন্দির?
(A) মিনাক্ষীদেবীর মন্দির
(B) ঝাঁসির দশাবতার মন্দির
(C) অমরনাথের শিব মন্দির
(D) কোনারকের সূর্য মন্দির
- ভারতের বৃহত্তম গম্বুজের নাম কি?
(A) মতি গম্বুজ
(B) গোল গম্বুজ
(C) শিয়ালকোর্টের চুয়ার গম্বুজ
(D) জামা গম্বুজ
- নিন্মের কোনটি ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল?
(A) দিল্লী
(B) পন্ডিচেরী
(C) গোয়া
(D) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
- ভারতের বৃহত্তম গীর্জার নাম কি?
(A) মারিয়ানা গীর্জা
(B) সেন্ট ক্যাথিড্রাল গীর্জা
(C) সেন্ট মার্টিন গীর্জা
(D) পোপ সপ্তম পায়াসের গীর্জা
- নিন্মের কোনটি ভারতের বৃহত্তম ব্যাংক?
(A) ইউনাইটেড ব্যাংক
(B) স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া
(C) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক
(D) ব্যাংক অফ ইন্ডিয়া
- ভারতের বৃহত্তম সমাধি সৌধের নাম কি?
(A) কুতুব মিনার
(B) বাবরের সমাধি
(C) তাজমহল
(D) ইন্দিরা গান্ধীর সমাধি