সিন্ধু সভ্যতা বলতে কি বোঝায়? সিন্ধু সভ্যতাকে “হরপ্পা সভ্যতা”- বলা হয় কেন?
সিন্ধু সভ্যতা বলতে কি বোঝায়?
প্রাক-আর্য যুগের সিন্ধু সভ্যতা সিন্ধু নদের তীরে বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারাকানা জেলার মহেঞ্জোদাড়ো এবং পশ্চিম পাঞ্জাবের মন্টোগোমারি জেলার হরপ্পাতে গড়ে ওঠে। এর পরবর্তীকালে রূপার, কালিবঙ্গান, লোথল এবং ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছিল এই সভ্যতা। উপমহাদেশে প্রথম নগরকেন্দ্রিক তাম্র প্রস্তর যুগের এই সভ্যতার সময়কাল ছিল খ্রীষ্টপূর্ব 2300 অব্দ থেকে 1750 অব্দ পর্যন্ত।
সিন্ধু সভ্যতাকে “হরপ্পা সভ্যতা”- বলা হয় কেন?
(i) হরপ্পা প্রত্নকেন্দ্রে এই সভ্যতার প্রত্ননিদর্শন প্রথম আবিষ্কৃত হয়।
(ii) হরপ্পাতে মহেঞ্জোদাড়োর চেয়ে অনেক বেশি পরিমাণে প্রত্নসামগ্রী পাওয়া গেছে এবং
(iii) হরপ্পা কেন্দ্রে এই সভ্যতার ব্যাপকতর বিস্তৃতির সন্ধান পাওয়া গেছে – এইসব কারণে সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতাও বলা হয়।