সিন্ধু অধিবাসীদের ধর্মীয় জীবন কেমন ছিল?
সিন্ধু অধিবাসীদের ধর্মীয় জীবন কেমন ছিল?
হরপ্পার ধ্বংসাবশেষ থেকে প্রাপ্ত মাতৃ মূর্তি,কিছু লিঙ্গ জাতীয় প্রতীক,বৃহৎ স্নানাগারের অস্তিত্ব, সিলমোহর থেকে প্রাকৃতিক শক্তি, জীব জন্তুর পূজা (বৃক্ষ, সর্প, নদনদী,বৃষ ইত্যাদি) ও মাতৃদেবীর পূজার পরিচয় পাওয়া যায়।কোনো মূর্তির গায়ে ধোঁয়ার চিহ্ন দেখে পন্ডিতদের অনুমান হয়ত: ধুপ ও দীপ সহকারে এই মাতৃ মূর্তির পূজার প্রচলন ছিল।একটি তিনমুখ বিশিষ্ট পুরুষ দেবতার চারিদিকে পশুদ্বরা বেষ্টিত যোগাসনে ধ্যানমগ্ন যোগীর মূর্তি পাওয়া গেছে – যাকে “আদি শিব” বা “পশুপতি মহাদেব” বলে মনে করা হয়।