91. মাতা যদি A ব্লাড গ্রুপ এবং পিতা যদি B ব্লাড গ্রুপ হয় তাহলে নীচের কোনটি শিশুর পক্ষে হওয়ার সম্ভবনা? (A) A or AB (B) O or A (C) O or B (D) All Of the above
Ans-(D) All Of the above (A × B = A, B, AB, O O × O = O O × B = O, B O × A = O, A)।
92. Respiration (রেস্পিরেশন) নিয়ন্ত্রণে মানব মস্তিষ্কের কোন অংশটি সাহায্য করে? (A) পনস (B) সেরিবেলাম (C) স্পাইনালকর্ড (D) ভেন্ট্রিকল
Ans-(A) পনস (স্পাইনালকর্ড :- প্রতিবর্তক্রিয়া (Reflection) -এর কাজে সহায়তা করে। * সেরিবেলাম :- দেহের ভারসাম্য বজায় রাখে।এছাড়াও সাইকেল চালানো, গাড়ি চালানোর কাজে সেরিবেলাম সাহায্য করে। মেডুলা :- Heart Rate, Breathing Rate, Vomiting, Sneezing & Coughing -এর কাজে সহায়তা করে। ভেন্ট্রিকল :- মানবদেহে 4 টি ভেন্ট্রিকল থাকে)।