Ans-(D) রসুন (গাজর,গোলাপ,বলফুল হলো ডাইকট (Dicot) উদ্ভিদের উদাহরণ। * মনে রাখবে মনোকটে একটি “কটিলের্ডন” থাকে। একটি কটিলের্ডন থাকার জন্য একে মনোকট বলা হয়। * অ্যাসপ্যারাগ্যাস, পাইন আপেল,আদা, হলুদ,কাগমম, তাল, আখ, বাঁশ, ধান, গম, এই গুলো হলো মনোকট উদ্ভিদের উদাহরণ। * কিছু ফুল আছে যারা মনোকট উদ্ভিদের উদাহরণ- লিলিফুল, ড্যাফোডিল, আইরিসেস, টিউলিপ, ক্যানাস, ব্লুবেল্স প্রভৃতি)।
82. নিন্মলিখিত গুলির মধ্যে কোনটি শুধুমাত্র মানব পুরুষের মধ্যেই পাওয়া যায়? (A) Y – ক্রোমোজোম (B) 2X – ক্রোমোজোম (C) X – ক্রোমোজোম (D) XX – ক্রোমোজোম
Ans-(A) Y – ক্রোমোজোম (পুরুষ দেহে পাওয়া যায় XY ক্রোমোজোম।আর স্ত্রীদেহে পাওয়া যায় XX – ক্রোমোজোম। * মনে রাখবে তোমাদের যে জিন (Gene) তাঁর Half আসে বাবার কাছ থেকে।আর Half আসে মায়ের কাছ থেকে। * যে সমস্ত পুরুষ বৈশিষ্ট্য আছে তার জন্য দায়ী হয় Y – ক্রোমোজোম।এবং Y – ক্রোমোজোম কেবলমাত্র পুরুষের দেহেই পাওয়া যায়। * Y – ক্রোমোজোম বাবা থেকে ছেলেতে Transfer হতে পারে,কিন্তু মেয়েতে Y – ক্রোমোজোম Transfer হতে পারে না বা মেয়েতে Y – ক্রোমোজোম নিতে পারে না)।
83. গার্ড কোষগুলি স্ফীত হয় যখন — — — তাদের মধ্যে প্রবাহিত হয়ে স্টোম্যাটা রন্ধ্র (পত্র রন্ধ্র) খুলে দেয়। (A) এনজাইম (উৎসেচক) (B) জল (C) হরমোন (D) রাসায়নিক পদার্থ
Ans-(B) জল (এই গার্ড Cell গুলো “বাস্পমোচন (Transportation)” -এর হার নিয়ন্ত্রণ করে। * পত্ররন্ধ্র গাছের বাস্পমোচনে সহায়তা করে)।
84. যৌন প্রজননে মা – বাবা প্রদান করে- (A) তাদের জিনের অর্ধেক (B) তাদের জিনের তিন চতুর্থাংশ (C) তাদের জিনের এক চতুর্থাংশ (D) সমস্ত জিনই
Ans-(A) তাদের জিনের অর্ধেক
85. সেরিবেলামের সাথে নীচের কোনটি সম্পর্কিত? (A) সমস্ত অনৈচ্ছিক কাজ (B) চিন্তা করা (C) মনে রাখা ও ক্ষুধাবোধ (D) পেশীর চলনে সমন্বয়
Ans-(C) পাকিস্থলীর রসে (অ্যামাইলপসিনকে বলা হয় – “প্যাংক্রিয়েটিভ অ্যামাইলেটেড”। * ক্ষুদ্রান্ত থেকে ক্ষরিত হয় ইরিপসিন। * লালা রসে থাকে লাইসোজাইম। * আমাদের শরীরের Largest Gland (বড় গ্রন্থি) হলো – লিভার)।
90. নীচের কোনটি রক্ত তঞ্চনে সহায়তা করে? (A) Zn (B) Cu (C) K (D) Ca
Ans-(D) Ca (ক্যালসিয়াম) (মনে রাখবে ভিটামিন K কিন্তু রক্ত তঞ্চনে সহায়তা করে। * প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিনে পরিণত হয়।প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে “থ্রম্বপ্লাস্টিন”।থ্রম্বিন ফ্রাইবিনোজেনকে ফ্রাইব্রিনে পরিণত করে।যেই ফ্রাইব্রিনে পরিণত হয় অমনি রক্ত জমাট বেঁধে যায়)।