11. ডি-নাইট্রিফিকেশন বলতে নীচের কোনটি বোঝায়? (A) অ্যমোনিয়া থেকে নাইট্রোজেন প্রস্তুতি (B) নাইট্রেট থেকে নাইট্রোজেন প্রস্তুতি (C) নাইট্রোজেন থেকে অ্যমোনিয়া প্রস্তুতি (D) নাইট্রোজেন থেকে নাইট্রেট প্রস্তুতি
Ans-(B) নাইট্রেট থেকে নাইট্রোজেন প্রস্তুতি (অ্যমোনিয়া থেকে নাইট্রোজেন প্রস্তুতিকে বলা হয় “নাইট্রিফিকেশন”। * নাইট্রোজেন থেকে অ্যমোনিয়া প্রস্তুতি দুইভাবে হয় একটাকে বলা হয় “নাইট্রোজেন ফিকেশন” আর একটাকে বলা হয় “অ্যমোনিয়া ফিকেশন”)।
12.নীচের কোনটিকে “ইউনিভার্সাল ডোনার”- বলা হয়? (A) O নেগেটিভ (B) O পজেটিভ (C) AB পজেটিভ (D) AB নেগেটিভ (A) O নেগেটিভ
Ans-(O নেগেটিভ সবাইকে রক্ত দিতে পারে।কিন্তু O নেগেটিভ নিতে পারে O নেগেটিভের কাজ থেকে। * সবথেকে দুর্লভতম রক্তের গ্রুপ হলো AB নেগেটিভ। * Universal Acceptor (Receiver) হলো AB পজেটিভ)।
13.মানুষের হাত কতগুলি হাড় নিয়ে গঠিত? (A) 24 টি (B) 27 টি (C) 26 টি (D) 25 টি
Ans-(B) 27 টি
14.রক্ত নীচের কোনটি থেকে গঠিত হয়? (A) অস্থিমজ্জা (Bon Marrow)। (B) প্লীহা (C) যকৃৎ (D) Both A & B
Ans-(C) ব্যাঙ (অভিপেরাস (Oviparous) মানে যারা ডিম পাড়ে।এখানে ডিম পাড়ে কে,- একমাত্র ব্যাঙ।তো তোমাদের আনসার হয়ে যাবে ব্যাঙ। * ভিভাপ্যারোস মানে হচ্ছে যারা সন্তান প্রসব করে। * ক্যাঙ্গারুকে বলা হয় “Marsupial”(মারসুপিয়াল)। অর্থাৎ থলের মধ্যে বাচ্চা রাখা)।
19.স্মল পক্সের প্রথম টিকা কে আবিস্কার করেন? (A) আলেকজান্ডার ফ্লেমিং (B) লুইপাস্তর (C) জন হান্টার (D) এডওয়ার্ড জেনার