কোন কোন ধাতু সিন্ধু উপত্যকার অধিবাসীরা ব্যবহার করতেন? কোন ধাতু এদের কাছে অজানা ছিল?
কোন কোন ধাতু সিন্ধু উপত্যকার অধিবাসীরা ব্যবহার করতেন? কোন ধাতু এদের কাছে অজানা ছিল?
সিন্ধু উপত্যকাবাসীরা সোনা, রূপা, তামা ও ব্রোঞ্জের ব্যবহার জানত। এ প্রসঙ্গে উল্লেখ্য যে সিন্ধুবাসীরা সবচেয়ে বেশি ব্রোঞ্জের ব্যবহার করত । কিন্তু “লৌহ”-ধাতুর ব্যবহার তাদের কাছে একেবারেই অজানা ছিল। অর্থাৎ সিন্ধু উপত্যকার অধিবাসীরা লোহার ব্যবহার জানত না। সিন্ধু সভ্যতার লোকেরাই প্রথম কোন ধাতু আবিষ্কার করে যার নাম তামা। তাই এই যুগকে তাম্র যুগও বলা হয়।