ইংরেজদের সাথে মীর কাসেমের বিরোধের কারণ কী?
ইংরেজদের সাথে মীর কাসেমের বিরোধের কারণগুলি হল-
ডঃ নন্দলাল চ্যাটার্জির মতে ইংরেজ কোম্পানি ও মীরকাশিমের মধ্যে বিরোধের প্রধান কারণ ছিল ইংরেজ প্রভাবমুক্ত ও কর্তৃত্ব মুক্ত হয়ে মীরকাশিম স্বাধীনভাবে রাজত্ব করার প্রচেষ্টা। তবে ডক্টর বিনয় চৌধুরীর মতে কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত অভ্যন্তরীণ বাণিজ্য ও দস্তকের অপব্যবহারের বিরুদ্ধে মিরকাশিমের প্রতিবাদই ছিল বিরোধের মূল কারণ।
* এছাড়া মিরকাশিম কর্তৃক অ্যামিয়েটকে হত্যা ইংরেজদের সাথে মিরকাশিমের বিরোধের মূল কারণ।