মহেঞ্জোদাড়োর নাগরিক জীবনের প্রধান বৈশিষ্ট্য কি কি? সিন্ধু লিপি সম্পর্কে কি জানো?
মহেঞ্জোদাড়োর নাগরিক জীবনের কয়েকটি প্রধান বৈশিষ্ট্যে
প্রায় 8500 মতো জনসংখ্যা বিশিষ্ট সিন্ধু সভ্যতার অন্যতম নগরকেন্দ্র মহেঞ্জোদাড়োর নাগরিক জীবনের প্রধান বৈশিষ্ট্য ছিল- 1. পরিকল্পিত নগর, 2. উঁচু জায়গায় পোড়া ইটে গাঁথা বাড়ি, 3. উন্নত পয়প্রণালী, 4. আবর্জনা কূপ, 5. বিশাল স্নানাগার, 6. হরপ্পার মত একটি 1350 বর্গমিটার আয়তন বিশিষ্ট এক শস্যাগার এবং মধ্যবিত্তের সমৃদ্ধি।
সিন্ধু লিপি সম্পর্কে কি জানো?
লিপির প্রচলন ছিল সিন্ধু সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য। প্রায় দুই হাজার সিলমোহরে সিন্ধু লিপি উৎকীর্ণ।এই লিপির পাঠোদ্ধার এখনও পর্যন্ত সম্ভব হয়নি।অনেক পণ্ডিত সিন্ধুর চিত্রলিপির সাথে মিশর ও মেসোপটেমিয়ার চিত্রলিপি (হায়রোগ্লিফিক) সম্পর্ক স্থাপন করেছেন। অনেকে দ্রাবিড় লিপির সাথে সাদৃশ্য খুঁজেছেন। এই লিপি বাম দিক থেকে ডান দিকে অথবা ডান দিক থেকে বাম দিকে লেখা হতো।এনিয়েও পণ্ডিতদের মতানৈক্য আছে এই লিপির পাঠোদ্ধার হলে সিন্ধু সভ্যতার সুস্পষ্ট প্রতিচ্ছবি পাওয়া যাবে।