অলিনগরের চুক্তি কবে,কাদের মধ্যে এবং কেন স্বাক্ষরিত হয়?এই চুক্তির গুরুত্ব কী?
1757 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি বাংলার নবাব সিরাজ-উদ-দৌল্লা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয়।
কেন – ইংরেজদের উদ্ধত্যে ক্ষুব্ধ হয়ে 1756 খ্রিস্টাব্দের 20 ই জুন কলকাতা দখল করে সিরাজ মুর্শিদাবাদে প্রত্যাবর্তন করেন। সিরাজের অনুপস্থিতে ইংরেজরা একরকম বিনাযুদ্ধে কলকাতা পুনরুদ্ধার করে। কলকাতার পতনের সংবাদে সিরাজ যুদ্ধযাত্রা করেন কিন্তু ক্লাইভের তৎপরতায় নবাব দিশেহারা হয়ে পড়েন। এমতাবস্থায় সিরাজ ইংরেজদের সাথে আলিনগরের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন।
গুরুত্ব:- এই চুক্তি অনুসারে ইংরেজরা বাংলায় বিনাশুল্কে বাণিজ্য, কলকাতায় দুর্গ নির্মাণ, নিজস্ব টাকশাল নির্মাণের অধিকার পায়। এর ফলে কোম্পানির প্রভাব-প্রতিপত্তি ও তাদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বহুল পরিমাণে বর্ধিত হয়।