দস্তক কি? দস্তক এর অপব্যবহার বলতে কী বোঝায়?
দস্তক কথাটির অর্থ “ছাড়পত্র“। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1717 খ্রিস্টাব্দে মোঘল সম্রাট ফারুকশিয়ার এর কাছ থেকে বার্ষিক তিন হাজার টাকার বিনিময়ে বাংলা-বিহার-উরিষ্যাতে বিনাশুল্কে বাণিজ্য করার অনুমতি পায়।
ফারুকশিয়ারের ফরমানে বাংলাদেশে বিনাশুল্কে বাণিজ্যের অধিকার দেওয়া হয়েছিল ইংরেজ কোম্পানিকে। কিন্তু কোম্পানির কর্মচারীরা নিজেদের ব্যক্তিগত বাণিজ্যের জন্য দস্তক বা ছাড়পত্র অপব্যবহার করতে থাকে। এতে যেমন বাংলার নবাব রাজস্ব থেকে বঞ্চিত হন, তেমনি দেশীয় বণিকরাও ক্ষতিগ্রস্ত হয়।