পৃথিবীর বৃহত্তম স্থান ও বস্তু
- পৃথিবীর বৃহত্তম মহাদেশ নিন্মের কোনটি?
(A) আফ্রিকা মহাদেশ
(B) এশিয়া মহাদেশ
(C) ইউরোপ মহাদেশ
(D) উত্তর আমেরিকা
- পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?
(A) আটলান্টিক মহাসাগর
(B) ভারত মহাসাগর
(C) দক্ষিণ মহাসাগর
(D) প্রশান্ত মহাসাগর
- পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি?
(A) আমেরিকা
(B) চীন
(C) রাশিয়া
(D) কানাডা
- পৃথিবীর বৃহত্তম সাগর কোনটি?
(A) দক্ষিণ চীন সাগর
(B) ভূমধ্যসাগর
(C) আটলান্টিক মহাসাগর
(D) ক্যাসপিয়ান সাগর
- পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
(A) আমাজন ব-দ্বীপ
(B) সুন্দরবন
(C) লাক্ষা দ্বীপ
(D) গ্রিনল্যান্ড
- পৃথিবীর বৃহত্তম উপসাগর কোনটি?
(A) ক্যাসপিয়ান উপসাগর
(B) উত্তর চীন উপসাগর
(C) মেক্সিকো উপসাগর
(D) আরব সাগর
- পৃথিবীর বৃহত্তম প্রাণী কোনটি?
(A) সাদা হাতি
(B) জিরাফ
(C) উটপাখি
(D) নীল তিমি
- পৃথিবীর বৃহত্তম রেলপথ কোনটি?
(A) ট্রান্স সাইবেরিয়ান রেলপথ
(B) বেজিং রেলপথ
(C) লাদাখ রেলপথ
(D) খড়গপুর রেলওয়ে স্টেশন
- পৃথিবীর বৃহত্তম প্রাসাদ কোনটি?
(A) যোধাবাঈয়ের মহল
(B) তাজমহল
(C) রানী এলিজাবেথের প্রাসাদ
(D) ভ্যাটিকান সিটি বা প্রাসাদ